ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৬ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৬
নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪৭

নড়াইল জেলার বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৪৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

নড়াইল: নড়াইল জেলার বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৪৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

এ সময় একটি পাইপগান, একটি গুটারগান, দুই রাউন্ড গুলি, ২৮ পিস ইয়াবা, ৫০ বোতল ফেনসিডিল ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

শুক্রবার (০২ ডিসেম্বর) রাত থেকে শনিবার (০৩ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, ৪৭ জনের নামে নড়াইলের বিভিন্ন থানায় মামলা ও অভিযোগ রয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

নড়াইল পুলিশ সুপার (এসপি) সরদার রকিবুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।