ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পাথর খোদাইয়ে জীবিকা অর্জন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৩ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৬
পাথর খোদাইয়ে জীবিকা অর্জন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পর্যটক নগরী সিলেটের জাফলং এলাকার বোল্লাঘাটে ৩৫ বছর ধরে পাথর খোদাই করে জীবিকা নির্বাহ করছেন কুতুব উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তি।

সিলেট থেকে ফিরে: পর্যটক নগরী সিলেটের জাফলং এলাকার বোল্লাঘাটে ৩৫ বছর ধরে পাথর খোদাই করে জীবিকা নির্বাহ করছেন কুতুব উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তি।

 

তিনি পর্যটকদের আকৃষ্ট করতে তাদের সামনেই মুহুর্তের মধ্যে তৈরি করতে পারেন যেকোনো শো-পিস ও পছন্দের নকশা।

এতে পর্যটকরাও আকৃষ্ট হয়ে কিনছেন এসব শো-পিস।

কুতুব উদ্দিনের সঙ্গে কথা হলে তিনি বাংলানিউজকে বলেন, ‘তিনি জাফলং এলাকার ডাউকি নদী থেকে পাথর সংগ্রহ করে তা খোদাইয়ের পর বিভিন্ন রঙ দিয়ে তৈরি করেন এসব শো-পিস। এভাবেই ৩৫ বছর ধরে হাতুর-বাটালের সাহায্যে পাথর খোদাই করে জীবিকা নির্বাহ করছেন তিনি। ’

‘দিনে তিনি ২০ থেকে ২৫টি শো-পিস তৈরি করেন। একেকটি শো-পিস তিনি দুই থেকে তিনশ টাকা পর্যন্ত বিক্রি করেন। এতে খরচ বাদে তার দৈনিক আয় হয় দুই থেকে তিন হাজার টাকা। আর এ আয়ের টাকায় চলছে তার পাঁচ সদস্যের একটি পরিবার। ’
 
তিনি আরও বলেন, ‘ভ্রমণ স্মৃতিকে ধরে রাখতে পর্যটকদের দৃষ্টি কাড়ে এসব শো-পিস ও নকশা। এছাড়াও এসব সৌখিন পণ্যের চাহিদাও প্রচুর। তাই পর্যটকদের পছন্দ মতো শো-পিচ তৈরি করে তাদের হাতে তুলে দেন তিনি। ’

বোল্লাঘাটে ঘুরতে আসা স্বপন নামে এক ব্যক্তি বাংলানিউজকে বলেন, প্রথমবারের মতো জাফলংয়ে ঘুরতে এসেছি। ডাউকি নদীর কিনারে পৌঁছাতেই তার দৃষ্টি কাড়ে কুতুবের এসব শো-পিস। তাই বেশকিছু শো-পিস ক্রয় করেন তিনি।

দৃষ্টি নন্দন এসব শো-পিস শুধু সৌন্দর্যবর্ধনই নয়, ভ্রমণ স্মৃতিকে ধরে রাখবে বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।