ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মেসবাহ্ উদ্দিন সাবু নৈশ বিদ্যালয়ে কম্বল বিতরণ রোববার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৬
মেসবাহ্ উদ্দিন সাবু নৈশ বিদ্যালয়ে কম্বল বিতরণ রোববার

রাজধানীর মতিঝিল এজিবি কলোনির আইডিয়াল জোনের বীর মুক্তিযোদ্ধা মেসবাহ্ উদ্দিন সাবু নৈশ বিদ্যালয়ে (অবৈতনিক) কম্বল বিতরণ কর্মসূচি রোববার (০৪ ডিসেম্বর) সন্ধ্যা ০৭টায় অনুষ্ঠিত হবে।

ঢাকা: রাজধানীর মতিঝিল এজিবি কলোনির আইডিয়াল জোনের বীর মুক্তিযোদ্ধা মেসবাহ্ উদ্দিন সাবু নৈশ বিদ্যালয়ে (অবৈতনিক) কম্বল বিতরণ কর্মসূচি রোববার (০৪ ডিসেম্বর) সন্ধ্যা ০৭টায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যালয়ের তিন শতাধিক ছাত্র-ছাত্রীর মাঝে কম্বল বিতরণ করা হবে।

অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অতিরিক্ত সচিব নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ইকরাম আহম্মেদ, সাবেক অতিরিক্ত সচিব এ কে এম জসিম উদ্দিন, সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারপার্সন তাহেরা সালাম, ওয়াসিম এবং সাংবাদিক মনিরুল আলম উপস্থিত থাকবেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনে আরা বেগম শনিবার (০৩ ডিসেম্বর) বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৬
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।