ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

শ্যামবাজার কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৬
শ্যামবাজার কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে ছবি: দেলোয়ার হোসেন বাদল, বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজধানীর শ্যামবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঢাকা: রাজধানীর শ্যামবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

শনিবার (০৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আটটি ইউনিট প্রায় পৌনে একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মাহমুদুল ইসলাম বাংলানিউজকে বিয়ষটি নিশ্চিত করেন।

তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে আটটি ইউনিট পাঠানো হয়। তবে প্রাথমিকভাবে তিনটি ইউনিট আগুন নেভাতে কাজ করে। পড়ে আরও পাঁচটি ইউনিট যোগ হয়ে সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটে নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৬/আপডেট: ২০১৫
এসজেএ/ওএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।