ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে টিঅ্যান্ডটি ওয়ার্কচার্জড কর্মচারীদের বিক্ষোভ 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
সাভারে টিঅ্যান্ডটি ওয়ার্কচার্জড কর্মচারীদের বিক্ষোভ  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পেনশনসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছেন সাভারের টিঅ্যান্ডটি ওয়ার্কচার্জড কর্মচারীরা। 

সাভার (ঢাকা): পেনশনসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছেন সাভারের টিঅ্যান্ডটি ওয়ার্কচার্জড কর্মচারীরা।  

সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের বিটিসিএল ভবনের সামনে টিঅ্যান্ডটি ওয়ার্কচার্জড কর্মচারীরা এ বিক্ষোভ পালন করেন।

সাভার বিভাগীয় কার্যালয়ের সভাপতি মোহাম্মদ নুরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- টিঅ্যান্ডটি ওয়ার্কচার্জড অঞ্চল কমিটির সভাপতি ইকবাল মাহাম্মেদ ও সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ।  

এসময় উপস্থিত ছিলেন- টিঅ্যান্ডটি ওয়ার্কচার্জড অঞ্চল কমিটির সভাপতি ইকবাল মাহাম্মেদ ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাভার বিভাগীয় কার্যালয়ের সভাপতি মো. নুরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুল মালেক প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৬ 
বিএসকে/পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।