ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে বাসচাপায় বৃদ্ধ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
সিরাজগঞ্জে বাসচাপায় বৃদ্ধ নিহত

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে বাসচাপায় অজ্ঞাতপরিচয় (৬০) এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে বাসচাপায় অজ্ঞাতপরিচয় (৬০) এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বুধবার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে মহাসড়কের মুলিবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে মেরিন টেকনোলজি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অবরোধ করে। এ সময় একটি বাস অবরোধ উপেক্ষা যাওয়ার সময় ওই বৃদ্ধকে চাপা দেয়। এতে ওই বৃদ্ধ ঘটনাস্থলেই মারা যান।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা বাংলানিউজকে জানান, নিহতের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।