ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কামরাঙ্গীরচরে কবিরাজকে কুপিয়ে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
কামরাঙ্গীরচরে কবিরাজকে কুপিয়ে হত্যা ছবি: প্রতীকী

রাজধানীর কামরাঙ্গীরচরে বাচ্চু মিয়া (৫৫) নামে এক কবিরাজকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচরে বাচ্চু মিয়া (৫৫) নামে এক কবিরাজকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত বাচ্চুর বাড়ি মানিকগঞ্জ। তিনি সদর থানার মৃত ইয়ার মোহাম্মদের ছেলে।

তার ছেলে শাকিল জানান, বাসার সামনে হৈ চৈ শুনে বেরিয়ে দেখতে পান শরীরের বিভিন্ন জায়গায় কোপের আঘাত নিয়ে বাসার সামনে পড়ে আছে তার বাবা। এ সময় এলাকাবাসীর সহযোগিতায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাকিল আরও জানান, তারা কামরাঙ্গীচর মাদ্রাসা রোড এলাকায় ভাড়া বাসায় থাকেন। তার বাবা লালবাগ কেল্লার মোড়ে কবিরাজি ওষুধ বিক্রি করেন।

রাতে বাসায় ফেরার পথে ঠিক বাসার সামনেই পেছন থেকে একজন দৌড়ে এসে কুপিয়ে পালিয়ে যায় বলে জানায় শাকিলের বাবার সঙ্গে থাকা কর্মচারী।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাবুল মিয়া বাংলানিউজকে জানান, বাচ্চু মিয়াকে কে বা কারা এবং কেন খুন করেছে তার পরিবার এখনো তা জানাতে পারেনি। মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
এজেডএস/এসআরএস/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।