ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
ঝিনাইদহে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৫

ঝিনাইদহে সরকারি ভেটেনারি কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।

ঝিনাইদহ: ঝিনাইদহে সরকারি ভেটেনারি কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ বাংলানিউজকে জানান, ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা (৩০ ডিসেম্বর)। এ পরীক্ষায় অংশ নেওয়‍া শিক্ষার্থীদের হলে থাকাকে কেন্দ্র করে কলেজে ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে বাকবিতাণ্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১৫ জন আহত হন।

আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।