ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার

ঢাকা: পুলিশি হয়রানির প্রতিবাদে সারাদেশে ঢাক‍া মহানগর অ্যাম্বুলেন্স সমবায় সমিতির ডাকা অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (৩১ ডিসেম্বর) দিনগত রাত ১২টার দিকে ঢাকা মহানগর অ্যাম্বুলেন্স সমিতির সভাপতি মো. মমিন আলী মোবাইল ফোনে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আমরা জেনেছি, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এ বিষয়ে আমাদের সঙ্গে কথা বলতে চেয়েছেন।

“যেহেতু আমরা মানবসেবার সঙ্গে জড়িত এবং স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের সঙ্গে দেখা করতে চেয়েছেন, তাই আমরা এ ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি। ”

পরর্বতীতে কর্মসূচির বিষয়টি জানিয়ে দেওয়া হবে বলেও জানান সমিতির সভাপতি।

এর আগে, শনিবার বিকেলে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক দেওয়া হয়। ঘোষণার সময় জানানো হয়, শনিবার দিনগত রাত ১২টা থেকে একযোগে অ্যাম্বুলেন্স ধর্মঘট শুরু হবে।

বাংলাদেশ সময়: ০১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৭
এজেডএস/জিপি/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।