ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে সিকিউরিটি গার্ডকে গলাকেটে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৬ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৭
রাজধানীতে সিকিউরিটি গার্ডকে গলাকেটে হত্যা

ঢাকা: রাজধানীর তুরাগে সাহাবুদ্দিন (৩৫) নামে এক সিকিউরিটি গার্ডকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (০১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় তুরাগ থানাধীন তালতলার খেয়াঘাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবে খুদা বিষয়টি বাংলানিউজকে জানান।

তিনি বলেন, শনিবার দিনগত রাত থেকে রোববার ভোর পর্যন্ত যেকোনো এক সময় ওই সিকিউরিটি গার্ডকে দুর্বৃত্তরা হত্যা করেছে।

খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭

এজেডএস/এএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।