ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আদিতমারীতে ৩ মাদকসেবীর জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৭ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৭
আদিতমারীতে ৩ মাদকসেবীর জরিমানা আদিতমারীতে ৩ মাদকসেবীর জরিমানা-ছবি: বাংলানিউজ

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারীতে মাদক সেবন করার দায়ে তিন কলেজছাত্রকে পাঁচ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল খায়রুম এ জরিমানা করেন।

এর আগে শনিবার (৩১ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের বিসিক শিল্প নগরী এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন-লালমনিরহাট পৌরসভার খোর্দ্দ সাপটানা এলাকার সাইফুল ইসলামেন ছেলে ঢাকা টেকনিক্যাল কলেজের ছাত্র সাজিদ ইসলাম জিম (২৪), একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে লালমনিরহাট সরকারি কলেজের ছাত্র রাকিব (২৫) ও বরিশাল জেলার খান্দা খালি এলাকার আনিছুর রহমানের ছেলে ঢাকা টেকনিক্যাল কলেজের ছাত্র দিয়ানুর রহমান দিনু (২৪)।

আদিতমারী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুদুর রেহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে বিসিক এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় ওই তিন কলেজছাত্রকে আটক করা হয়।

পরে রোববার সকালে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তারা দোষ স্বীকার করায় বিচারক এ জরিমানা করেন।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।