ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

এমপি লিটনের মরদেহ গ্রহণ করলেন ডেপুটি স্পিকার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৭
এমপি লিটনের মরদেহ গ্রহণ করলেন ডেপুটি স্পিকার এমপি লিটনের মরদেহ গ্রহণ করলেন ডেপুটি স্পিকার- ছবি বাংলানিউজ

ঢাকা: জাতীয় সংসদের অভিভাবক হিসেবে বয়সে তরুণ গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের মরদেহ গ্রহণ করেছেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া।

রোববার (০১ জানুয়ারি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমপি লিটনের মরদেহ গ্রহণ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন হুইপ শাহাবউদ্দিন, ইকবালুর রহমি ও সংসদ সচিবালয়ের কর্মকর্তারা।

মরদেহ গ্রহণের সময় ডেপুটি স্পিকার আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন,  ‘লিটন আমার চেয়ে বয়সে কতো ছোট, আজ ওর লাশ আমাকে গ্রহণ করতে হচ্ছে, এর চাইতে কষ্টের আর কি হতে পারে’।

পরে এমপি লিটনের মরদেহ বারডেমে নিয়ে যাওয়া হয়। সোমবার (০২ জানুয়ারি)  সকাল ১০টায় সংসদের দক্ষিণ প্লাজায় এমপি লিটনের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিকেলে গাইবান্ধায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭
এসএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।