ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় বাল্যবিয়ের দায়ে পাঁচজনের জেল

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৭
পাথরঘাটায় বাল্যবিয়ের দায়ে পাঁচজনের জেল

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলায় বাল্যবিয়ের দায়ে বর ও বর-কনের বাবাসহ পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (০১ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম এ আদেশ দেন।

দণ্ডাদেশ প্রাপ্তদের মধ্যে বর আল আমিন (২২) ও ঘটক আবদুল হাকিমকে (৬৫) ২০ দিন করে, বরের বাবা মো. ইউনুস পাহলান (৪০) ও পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের বাদুরতলা গ্রামের বাসিন্দা কনের বাবা মো. হারুন ফকিরকে (৪৫) ১৫ দিন করে এবং কাজি হাফেজ মো. আবদুস সালামকে (৪৫) এক মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

এছাড়া, সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মতিউর রহমান মোল্লাকে জন্মসনদে বয়স বাড়িয়ে দেওয়ার অপরাধে আগামী ১১ জানুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।