ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিমান শ্রমিক লীগের শৃঙ্খলা সপ্তাহ চলছে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৭
বিমান শ্রমিক লীগের শৃঙ্খলা সপ্তাহ চলছে

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় বলাকায় ‘শৃঙ্খলা সপ্তাহ’ উদ্‌যাপন শুরু করেছে বিমান শ্রমিক লীগ (সিবিএ)। যথা সময়ে যথাযথ ইউনিফর্মে অফিসে উপস্থিত হওয়া এবং দাফতরিক নিয়ম-কানুন যথাযথভাবে পালন করা ‘শৃঙ্খলা সপ্তাহ’ উদ্‌যাপনের মূল উদ্দেশ্য।

রোববার (০১ জানুয়ারি) বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ এম মোসাদ্দিক আহমেদ প্রধান অতিথি হিসেবে শৃঙ্খলা সপ্তাহের উদ্বোধন করেন।

মোসাদ্দিক বলেন, ‘যেকোনো সংস্থা বা সংগঠনের উন্নয়নের জন্য শৃঙ্খলার কোনো বিকল্প নেই’।

বিমানকে উন্নয়নের ধারায় এগিয়ে নিতে কর্মক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখতে এবং সংস্থার আইন-কানুন, রীতিনীতি মেনে চলতে সবাইকে অনুরোধ জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে সিবিএ’র সভাপতি মো. মশিকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭
আরআইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।