ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিচার বিভাগ সর্বদাই নিরপেক্ষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৭
বিচার বিভাগ সর্বদাই নিরপেক্ষ বক্তব্য রাখছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা

মৌলভীবাজার: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, বিচার বিভাগ সর্বদাই নিরপেক্ষ। কিছু ইলেক্ট্রনিক মিডিয়া, বুদ্ধিজীবী, ও স্বার্থান্বেষীরা এ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।

রোববার (১ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজারে গণপূর্ত বিভাগের আয়োজনে নবনির্মিত মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিচারপতি বলেন, যু্দ্ধাপরাধ ট্রাইব্যুনাল নিয়েও অপব্যখ্যা দেওয়া হচ্ছে।

এ দেশে যুদ্ধাপরাধ মামলা ছাড়াও হাজার হাজার মামলা রয়েছে। আমরা শুধু এক ধরনের মামলা নিয়ে বসে থাকতে পারিনা।

বিভিন্ন মামলার প্রসঙ্গ টেনে বিচারপতি সরকারের প্রতি আকুল আবেদন জানিয়ে বলেন, আমরা একা এগুলো কীভাবে দেখবো। আমরাওতো রক্ত মাংসের মানুষ। বিষয়টি বিবেচনা করুন। আপিল বিভাগে আরো ৫০ জন বিচারক প্রয়োজন।

এসময় তিনি যোগ করে বলেন, আশাকরি আমার এই মেসেজ সরকারের কাছে পৌঁছবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন ও সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।