ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বেগমগঞ্জে পুলিশের ধাওয়ায় পানিতে পড়ে আসামির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৭
বেগমগঞ্জে পুলিশের ধাওয়ায় পানিতে পড়ে আসামির মৃত্যু

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে পুলিশের ধাওয়ায় পালাতে গিয়ে পানিতে পড়ে খোকন (৪০) নামে এক আসামির মৃত্যু হয়েছে।

রোববার (০১ জানুয়ারি) দিনগত রাত ৮টার দিকে চৌমুহনী পৌরসভার ৪নং ওয়ার্ডের করিমপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কয়েকটি মামলার আসামি খোকনকে ধরতে চৌমুহনী পৌরসভার ৪নং ওয়ার্ডের করিমপুরে অভিযান চালায় পুলিশ।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যান খোকন।

পরে পুলিশ তাকে পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক অসীম কুমার তাকে মৃত ঘোষণা করেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদুর রহমান সাজিদ মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।