ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মিঠাপুকুরে জামায়াত-শিবিরের ৬ নেতা-কর্মী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৭
মিঠাপুকুরে জামায়াত-শিবিরের ৬ নেতা-কর্মী গ্রেফতার

রংপুরের মিঠাপুকুরে অভিযান চালিয়ে মামলার চার্জশিটভুক্ত উপজেলার শিবির সাবেক সভাপতিসহ ৬ জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রংপুর: রংপুরের মিঠাপুকুরে অভিযান চালিয়ে মামলার চার্জশিটভুক্ত উপজেলার শিবির সাবেক সভাপতিসহ ৬ জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

রোববার (০১ জানুয়ারি) দিনগত রাত ৯টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শিবিরের সাবেক সভাপতি হাফিজুল ইসলামের (৩৮) বিরুদ্ধে পেট্রোল বোমা হামলা ও জায়গীরহাটে রংপুর-ঢাকা মহাসড়কে বাতাসন এলাকায় বাসে অগ্নিসংযোগ করে ৬ যাত্রী নিহতের ঘটনায় মামলা রয়েছে। এছাড়াও আওয়ামী লীগ অফিস পোড়ানোসহ তার বিরুদ্ধে নাশকতার বিভিন্ন মামলা রয়েছে।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বাংলানিউজকে জানান, হাফিজুল ইসলাম দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়াও নাশকতার মামলায় জামায়াতের পাঁচ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মহাসড়কে গাছ কাটাসহ বিভিন্ন মামলা রয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ০০২৬ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।