ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

উজিরপুরে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০০ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
উজিরপুরে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলায় বাতির আগুনে পুড়ে মঞ্জু রানী গাইন (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (২ জানুয়ারি) সকালে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার ভরাকোঠা এলাকার মৃত সোহেল গাইনের স্ত্রী।

এর আগে রোববার রাত পৌনে ৯টায় গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।

স্বজনদের বরাত দিয়ে হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম বাংলানিউজকে জানান, রোববার সন্ধ্যায় কেরোসিনের বাতি থেকে মশারিতে আগুন ধরে যায়।

তা থেকে মঞ্জু রানীর শরীরের কাপড়ে আগুন লেগে যায়। এতে তিনি গুরুতর দগ্ধ হন।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্বজনরা শেবাচিম হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসেন। এখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৭
এমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।