ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৬ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি উপজেলার আমিরাবাদে সড়ক দুর্ঘটনায় রায়হান (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। সোমবার (২ জানুয়ারি) সকাল ১০টায় তার মৃত্যু হয়। রায়হান ঝালকাঠির পূর্বচাঁদকাঠি এলাকার সোহেল সিকদারের ছেলে।

নিহতের স্বজন মো. মাসুক বাংলানিউজকে জানান, রায়হান প্রাণ কোম্পানিতে চাকরি করতো। সকালে সে আমিরাবাদ এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে খবর পেয়ে তার সন্ধানে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে এসে মৃত্যুর বিষয়টি জানতে পারেন।

তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা তিনি জানতে পারেন নি।

এদিকে দুর্ঘটনার সময় সে দায়িত্বরত থাকলেও এখন পর্যন্ত কোম্পানির কোন লোককে তারা খুঁজে পাননি।

শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, রায়হানকে হাসপাতালে নিয়ে আসার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৭
এমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।