ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শেখ হাসিনা বিশ্বের ১৩ শীর্ষ বুদ্ধিজীবীর একজন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১১ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
শেখ হাসিনা বিশ্বের ১৩ শীর্ষ বুদ্ধিজীবীর একজন সমাজসেবা দিবস-২০১৭ উপলক্ষে ৪ দিনব্যাপী মেলার উদ্বোধন। ছবি: শাকিল-বাংলানিউজ

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের শীর্ষ ১৩ বুদ্ধিজীবীর মধ্যে একজন বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

সোমবার (০২ জানুয়ারি) রাজধানীর ওসমানী মিলনায়তনে সমাজসেবা দিবস-২০১৭ উপলক্ষে ৪ দিনব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, মাটি ও মানুষের কাঙ্খিত লক্ষ্য পূরণে শেখ হাসিনা সফল হয়েছে।

বঙ্গবন্ধু যে সমাজসেবার গোড়াপত্তন করেছিলেন তার সুযোগ্য কন্যা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আজ তিনি সফল হয়েছেন।  
 
প্রতিমন্ত্রী আরও বলেন, সমাজসেবা অধিদফতর ২১১টি প্রতিষ্ঠানের মাধ্যমে শিশুদের বিকাশ, সুরক্ষা ও উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। এ মন্ত্রণালয় ৫০টি কর্মসূচির মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেষ্টনি তৈরি করেছে।
 
সন্তানদের মানুষের মতো মানুষ করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। তবেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে।

এসময় সফল ক্ষুদ্রঋণ গ্রহীতা ক্যাটাগরিতে ৩ জন, দক্ষতা উন্নয়ন প্রকল্পে ৩ এবং শিশু পরিবার থেকে শিক্ষা গ্রহণ করে সফল ৩ জনকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
 
 ‘সমাজসেবার উদ্ভাবন এবার সেবায় ডিজিটালাইজেশন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৪ দিনব্যাপী এই মেলা বিকেল ৫টা থেকে শুরু হবে।  

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জিল্লার রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন, মহাপরিচালক গাজী নুরুল কবীর, পরিচালক আবু মো. ইউসুফ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৬
এএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।