ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাকুন্দিয়ায় মাইক্রোবাস চাপায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
পাকুন্দিয়ায় মাইক্রোবাস চাপায় শিশু নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় মাইক্রোবাসের ‍নিচে চাপা পড়ে ছানিম ওরফে রুমান (০৮) নামে এক শিশু নিহত হয়েছে।

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় মাইক্রোবাসের ‍নিচে চাপা পড়ে ছানিম ওরফে রুমান (০৮) নামে এক শিশু নিহত হয়েছে।

সোমবার (০২ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের মির্জাপুর শ্মশানঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রুমান একই এলাকার শামীম মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে রুমান বাড়ির পাশে রাস্তা পার হওয়ার সময় কিশোরগঞ্জগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। এতে রুমান গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বাংলানিউজকে জানান, চালক মানিক মিয়াসহ মাইক্রোবাস আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭
এনটি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।