ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে ২ কারাখানায় আগুন, নিহত ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
কেরানীগঞ্জে ২ কারাখানায় আগুন, নিহত ১

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে স’মিল ও কাগজের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় জাহিদ (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। সোমবার (২ জানুয়ারি) বিকেল ৪টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া মোর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে ঢাকা-মাওয়া মহাসড়কে প্রায় ২ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়।

পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা ৬টার দিকে আগুন নেভায়।

এর আগে আগুনে দু’টি কারখানায় থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, বিকেলে জাহিদ নামে ছেলেটির বল কাগজের কারখানার চালের ওপর পড়ে। ওই বলটি আনতে চালে উঠলে সেখানে থাকা বৈদ্যুতিক তারে জড়ায় সে। এসময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ধরে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এসময় আগুন পুরো কারাখানা ও পাশের স’মিলে ছড়িয়ে পড়ে।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মঞ্জুরুল হাসান বাংলানিউজকে জানান, খবর পেয়ে কেরানীগঞ্জের দু’টি ইউনিট ও পোস্তোগোলার তিনটি ইউনিট কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা ৬টার দিকে আগুন নেভে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭, আপডেট: ১৯১৭ ঘণ্টা
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।