ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঈশা খাঁর জঙ্গলবাড়ি রক্ষা করা প্রয়োজন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
ঈশা খাঁর জঙ্গলবাড়ি রক্ষা করা প্রয়োজন সুইডেন রাষ্ট্রদূত এইচ.ই. মি. জোহান ফ্রিসেল

কিশোরগঞ্জ: ঢাকায় নিযুক্ত সুইডেন রাষ্ট্রদূত এইচ.ই. মি. জোহান ফ্রিসেল (H.E.Mr. Johan Frisell) বলেছেন, ঈশা খাঁর জঙ্গলবাড়ি রক্ষা করা প্রয়োজন।

সোমবার (০২ জানুয়ারি)  বিকেলে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি ইউনিয়নে ঈশাখাঁর জঙ্গলবাড়ি পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এই জঙ্গলবাড়ি ৪০০ বছর আগের ইতিহাস।

ঈশা খাঁ খুব সাহসী যোদ্ধা ছিলেন। তিনি মোঘলদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মাসউদ, করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আছমা আরা বেগম, করিমগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান লিংকন।

পরে রাষ্ট্রদূত কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দান পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।