ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চাটখিলে মাদক সেবনের দায়ে দুই ভাইয়ের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
চাটখিলে মাদক সেবনের দায়ে দুই ভাইয়ের কারাদণ্ড

নোয়াখালীর চাটখিল উপজেলায় মাদকদ্রব্য বহন ও সেবনের দায়ে দুই ভাইকে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

নোয়াখালী: নোয়াখালীর চাটখিল উপজেলায় মাদকদ্রব্য বহন ও সেবনের দায়ে দুই ভাইকে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (০২ জানুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্ত‍া (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম মিঞা এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- চাটখিল পৌরসভার আফজাল হাওলাদারের ছেলে মানিক হাওলাদার (৫০) ও মিলন হাওলাদার (৪৫)।    

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সকালে চাটখিল বাজারের সেন্ট্রাল হাসপাতাল এলাকায় অভিযান চালায়। এসময় ইয়াবা ও গাঁজাসহ মানিক ও মিলনকে আটক করা হয়। পরে বিকেলে ভ্রাম্যমাণ আদালতে বসিয়ে দুই জনেক ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম উদ্দিন বাংলানিউজকে জানান, দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।