ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মিরসরাইয়ে বাসচাপায় বৃদ্ধ নিহত

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
মিরসরাইয়ে বাসচাপায় বৃদ্ধ নিহত

মিরসরাইয়ে বাসচাপায় মো. নুরুজ্জামান (৭৭) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মিরসরাইয়: মিরসরাইয়ে বাসচাপায় মো. নুরুজ্জামান (৭৭) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সোমবার (০২ জানুয়ারি) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার কমলদহ বাজার বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নুরুজ্জমান মিরসরাইয়ের ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের বাসিন্দা।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফরিদ উদ্দিন বাংলানিউজকে জানান, বিকেলে নুরুজ্জামান বড়দারোগাহাট থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন। এসময় ঢাকাগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এই ব্যাপারে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।