ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে জাতীয় মহিলা সংস্থার নবীন বরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
ঝিনাইদহে জাতীয় মহিলা সংস্থার নবীন বরণ ঝিনাইদহে জাতীয় মহিলা সংস্থায় প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মধ্যে সনদপত্র বিতরণ-ছবি: বাংলানিউজ

ঝিনাইদহ: ঝিনাইদহে জাতীয় মহিলা সংস্থায় প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মধ্যে সনদপত্র বিতরণ ও নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ জানুয়ারি) বিকেলে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

জাতীয় মহিলা সংস্থার জেলা শাখার চেয়ারম্যান বেগম খালেদা খানমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার।

বিশেষ অতিথি ছিলেন-পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু।

সভা শেষে কম্পিউটার, সেলাই ও অ্যাব্রোডারি ক্যাটারিং বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ১১৬ জন শিক্ষার্থীর মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।