ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় পুত্রবধূর বিরুদ্ধে শ্বশুরকে হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
 চুয়াডাঙ্গায় পুত্রবধূর বিরুদ্ধে শ্বশুরকে হত্যার অভিযোগ

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা সদর উপজেলার সরিষাডাঙ্গা গ্রামে বিষপান করিয়ে আব্দুর রশিদ নামে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে। পুত্রবধূ নার্গিস খাতুন সম্পত্তির জন্য তাকে হত্যা করেছে বলে স্থানীয়দের অভিযোগ।

সোমবার (০২ জানুয়ারি) রাত সাড়ে ৭টায় আব্দুর রশিদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, পুত্রবধূ নার্গিস খাতুন আব্দুর রশিদকে শারিরীকভাবে নির্যাতন করতেন।

সম্পত্তির জন্য প্রায়ই আব্দুর রশিদকে মারপিট করতেন নার্গিস খাতুন। সন্ধ্যায় স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় আব্দুর রশিদকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে ‍কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, পুত্রবধূ নার্গিস খাতুন বলেন, শারিরীক অসুস্থ্যতার কারণে তার শ্বশুর সকালে বিষপান করেছেন। তবে, কেনো দীর্ঘ ১০ ঘণ্টা পর তাকে হাসপাতালে নেওয়া হলো এমন প্রশ্নের উত্তরে কোনো মন্তব্য করেননি তিনি।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক বাংলানিউজকে জানান, আব্দুর রশিদের মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রির্পোট পেলে বোঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।