ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

এবার সিরাজগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
এবার সিরাজগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত

সিরাজগঞ্জ: একদিনের ব্যবধানে একই স্থানে এবার সিরাজগঞ্জ এক্সপ্রেস আন্ত:নগর ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে।

সোমবার (০২ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশনে সদ্য নির্মিত লুপ লাইনে এ দুর্ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ রেলওয়ে উপ-সহকারী প্রকৌশলী (ওয়ে) আশরাফ উদ্দিন জানান, রাত সোয়া ১০টার দিকে ঢাকা থেকে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি সিরাজগঞ্জ বাজার ষ্টেশনে পৌঁছে যাত্রী নামিয়ে দেয়।


পরে ইঞ্জিন ঘুরানোর সময় ইঞ্জিনটি ক্রসিং পয়েন্ট থেকে ফেরার পথে লাইচ্যুত হয়ে পড়ে।

ইঞ্জিনটি প্রাথমিকভাবে রেলওয়ের স্থানীয় কর্মী দ্বারা উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সম্ভব না হলে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন আনার পর উদ্ধার করা হবে।

তবে কত সময় লাগবে তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয় বলেও তিনি জানান।

সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালক আসাদুজ্জামান জানান, সদ্য নির্মিত লুপ লাইনে ত্রুটির কারনেই ইঞ্জিনটি লাইনচ্যুত হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩২৮ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।