ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ডিএনসিসি মার্কেটজুড়ে আগুন, বাহিরে ব্যবসায়ীদের আর্তনাদ আহাজারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৪ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
ডিএনসিসি মার্কেটজুড়ে আগুন, বাহিরে ব্যবসায়ীদের আর্তনাদ আহাজারি গুলশান ডিসিসি মার্কেটে আগুন- ছবি বাদল

ঢাকা: অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীদের আর্তনাদ আহাজারি চলছে গুলশান-১ এর ডিএনসিসি মার্কেট এলাকায়।

ঘটনাস্থল ঘুরে দেখা যায়, ডিএনসিসি মার্কেটে যাদের দোকান রয়েছে সেই ব্যবসায়ীরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মার্কেট চত্বরে আসা শুরু করেন। চোখের সামনে সারা জীবনের সঞ্চয় পুড়ে যেতে দেখে কান্নায় ভেঙে পড়েন তারা।

অনেকে বুক চাপড়ে আর্তনাদ করতে থাকেন।

গুলশান ডিসিসি মার্কেটে আগুন- ছবি বাদলএদিকে আগুন লাগার ঘটনাকে ইচ্ছাকৃত বলে দাবি করছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে সরকার মার্কেটটি সরানোর চেষ্টা করছে। এ কারণে মালিকদের সঙ্গে সরকারের মামলাও চলছে।

ভাই ভাই ক্রোকারিজের মালিক আবুল হোসেন বলেন, আমার জীবেন সব জমানো টাকা দিয়ে এই দোকান দিয়েছে। এখন রাস্তার ফকির হওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। গুলশান ডিসিসি মার্কেটে আগুন- ছবি বাদলএদিকে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করছে।

সোমবার (২ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ০৪৩৫ ঘণ্টা  জানুয়ারি ০৩, ২০১৭
এমসি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।