ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনা সড়ক ও জনপথের উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
বরগুনা সড়ক ও জনপথের উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

বরগুনা: বরগুনা সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মনিরুল ইসলামের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে মামলাটি আমলে নিয়ে জেলা ও দায়রা জজ আদালতের স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক হাসানুজ্জামান দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তদন্তের নির্দেশ দেন।

এর আগে মঙ্গলবার (২১ নভেম্বর) মামলার বাদী ফয়সাল আহমেদ বরগুনার আদালতে মামলাটি দায়ের করেন।

মামলার বিবরণীতে বাদী ফয়সাল আহমেদ উল্লেখ করেন, দুই বছর ধরে তিনি বরগুনার বড়ইতলা ফেরির ইজারাদার হিসেবে কাজ করে আসছেন। তার কাছ থেকে প্রতি মাসে ৪০ হাজার টাকা করে ঘুষ নিচ্ছেন উপ-সহকারী প্রকৌশলী মনিরুল। এছাড়া ভুয়া দরপত্রে ২০১৫-১৬ অর্থবছরে দুই দফায় ৯ লাখ ৪৫ হাজার টাকা ও ১২ লাখ ৯০ হাজার টাকা এবং পরে কোটেশনের মাধ্যমে আরো সাড়ে ৭ লাখ টাকা আত্মসাৎ করেন তিনি।

মামলায় সব মিলিয়ে তার বিরুদ্ধে দুর্নীতির ৩৩টি সুনির্দিষ্ট অভিযোগ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।