ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নির্যাতিত কিশোরী পরিবারকে সেলাই মেশিন প্রদান 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
নির্যাতিত কিশোরী পরিবারকে সেলাই মেশিন প্রদান  নির্যাতিত কিশোরী পরিবারকে সেলাই মেশিন প্রদান 

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে নির্যাতিত এক কিশোরী পরিবারকে স্বালম্বী করার লক্ষে সেলাই মেশিন প্রদান করেছেন পুলিশ সুপার ফারহাদ আহমেদ।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে পুলিশ লাইন্স সভা মঞ্চে আনুষ্ঠানিকভাবে সেলাই মেশিনটি নির্যাতিত ওই কিশোরী পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ বাপ্পী, সিনিয়র সহকারী পুলিশ সুপার হাসিবুল আলম, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোশফিকুর রহমান, সহকারী পুলিশ সুপার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার আবু লাইস ইলিয়াস জিকু, প্রবেশনার এএসপি অনিতা রানী, ডোমিনো স্কুলের কান্ট্রি এডভাইজার ফরহাদ উল কবির প্রমুখ।

সাম্প্রতি ঠাকুরগাঁও পীরগঞ্জ এলাকার এক কিশোরী হোটেল শ্রমিক কয়েকজন বখাটের দ্বারা গণধর্ষনের স্বীকার হয়। পরে পুলিশ সুপার ফারহাত আহমেদ ওই নির্যাতিত কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে নির্যাতনের সঙ্গে জড়িত সকল ধর্ষককে গ্রেফতার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।