ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নারী সাংবাদিকের উপর হামলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নারী সাংবাদিকের উপর হামলা প্রতীকী চিত্র

ঢাকা: ইভটিজিংয়ের  প্রতিবাদ করায় রাজধানীর মিরপুরে বেসরকারী টিভি চ্যানেলের এক নারী সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে রাজধানীর মিরপুর-১০ এর গ্যালাক্সি ভবনের সামনে এ ঘটনা ঘটে। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিন বখাটে যুবককে আটক করেছে। আটককৃতরা হলেন ফারুক, নজরুল ও রিপন।

তবে এ অপকর্মের মূল হোতা বখাটে মামুন পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা করছে পুলিশ।

ভুক্তভোগী ওই নারী সাংবাদিক বাংলানিউজকে বলেন, শপিং শেষে মাকে সঙ্গে নিয়ে মিরপুর ১০ থেকে বাসায় যাওয়ার পথে একজন আমাকে অশ্লীল কথা বলে। তখন প্রতিবাদ করতে গেলে ৪/৫ জন যুবক আমার হাত ধরে টানা-হেঁচড়া করে এবং গায়ে হাত তোলে।  

পুলিশকে বিষয়টি জানালে তারা এসে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বাংলানিউজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকো তিন বখাটে যুবককে আটক করেছি।  

তাদের মধ্যে আরও একজন পালিয়ে গেছে। তাকেও আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।  

ওসি বলেন, এই ঘটনায় আসামীদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।  
বাংলাদেশ সময়:০৪৫৫ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
এসজেএ/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।