ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

দরিদ্রদের বনায়নে বিকুলের নাম, বন কমিটির তদন্তের নির্দেশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
দরিদ্রদের বনায়নে বিকুলের নাম, বন কমিটির তদন্তের নির্দেশ বনের চুক্তিনামায় বিকুলের স্বাক্ষর, ছবি : বাংলানিউজ

মৌলভীবাজার: ভূমিহীন-দরিদ্রের জন্য সরকারি সামাজিক বনায়নে অবৈধভাবে সাংবাদিক বিকুল ও তার পরিবারের সদস্যদের নাম কীভাবে অন্তর্ভুক্ত হলো তা তদন্তের নির্দেশ দিয়েছে শ্রীমঙ্গল উপজেলা পরিবেশ ও বন কমিটি।

বনবিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত পরিবেশ ও বন কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।  

বাংলানিউজে ‘ভূমিহীন, দরিদ্রদের সরকারি বনায়নেও বিকুলের থাবা’ শীর্ষক সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে এ সভা বসে।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা পরিবেশ ও বন কমিটির সভাপতি মোহাম্মদ মোবাশেশরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান, মৌলভীবাজার বন বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা আবু তাহের, শ্রীমঙ্গল বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা ইমাম উদ্দিন, উপজেলা বন কমিটির সদস্য জহির আহমেদ শামীম প্রমুখ।  

সভা শেষে মোবাশেশরুল ইসলাম বাংলানিউজকে বলেন, ১৫ নভেম্বর ২০১৭ তারিখে বাংলানিউজের প্রকাশিত ‘ভূমিহীন, দরিদ্রদের সরকারি বনায়নেও বিকুলের থাবা’ শীর্ষক সংবাদের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছি।  

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭ 
বিবিবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।