ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহী মহানগরীর যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সোমবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
রাজশাহী মহানগরীর যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সোমবার

রাজশাহী: রাজশাহী মহানগরীতে ৩৩ কেভি বিদ্যুৎ উপকেন্দ্র জরুরি মেরামত, সংরক্ষণ, গাছ-পালা কাটার কাজের জন্য সোমবার (২৭ নভেম্বর) সকাল ৮ থেকে দুপুর ২টা পর্যন্ত বেশকিছু এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে।

রোববার (২৬ নভেম্বর) বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

এতে বলা হয়, সোমবার মহানগরীর শালবাগান, শিরোইল, পদ্মা আবাসিক, চকপাড়া, চন্দ্রিমা আবাসিক, ছোট-বড় বনগ্রাম, উপশহর, সপুরা, তেরখাদিয়া, সিবিক, মালদা কলোনী, নওদাপাড়া, পবা উপজেলা, বায়া, ভুগরইল, নওহাটা, তানোরসহ আশেপাশের এলাকায় সকাল ৮টা থেকে দুপুর ২টা (ছয় ঘণ্টা) বিদ্যুৎ সরবারহ বন্ধ থাকবে।

জরুরি কাজের স্বার্থে বিদ্যুৎ সাময়িক বিভ্রাটের জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে।

বাংলাদেশ সময়: ২৩২৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
এসএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।