ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
রাজধানীতে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু

ঢাকা: রাজধানীর দক্ষিণখান এলাকায় ছেলের ছুরিকাঘাতে মমতাজ বেগম (৫৫) নামে এক মায়ের মৃত্যু হয়েছে।

রোববার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণখানে খলিল বক্স রোড এলাকায় এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

দক্ষিণখানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা বাংলানিউজকে জানান, দক্ষিণখানে খলিল বক্স রোড এলাকায় একটি বাড়িতে সন্তানদের নিয়ে ভাড়া থাকতেন মমতাজ। রাতে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মৃত. নারীর ছেলে হাবিবুল্লা খান রাজন (২৬) তার মাকে ছুরিকাঘাত আঘাত করে। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রাজনকে আটক করেছে পুলিশ। ঘটনা বিস্তারিত জানান চেষ্টা চলছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭ 
এজেডএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।