ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বেগমগঞ্জে ৩৭০০ ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
বেগমগঞ্জে ৩৭০০ ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা আটক

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর থেকে ৩৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব-১১ এর একটি দল।

এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ তিন লাখ ২৩ হাজার টাকা জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন-একই এলাকার টিটু ও লোকমান।

সোমবার (২৭ নভেম্বর) সকালে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) জসিম উদ্দিন বাংলানিউজকে জানান, টিটু ও লোকমান দীর্ঘদিন ধরে উপজেলার আলাইয়াপুর ও আশপাশের এলাকায় মাদক বিক্রি করে আসছিলেন। খবর পেয়ে রোববার রাতে আলাইয়াপুরে অভিযান চালিয়ে ইয়াবা ও টাকাসহ তাদের আটক করা হয়।

আটক দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।