ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বরেন্দ্র অঞ্চল হিসেবে বিবেচিত হবে রংপুরও

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
বরেন্দ্র অঞ্চল হিসেবে বিবেচিত হবে রংপুরও

ঢাকা: রাজশাহীর সঙ্গে এখন রংপুরও বরেন্দ্র অঞ্চল হিসেবে বিবেচিত হবে। ‘বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০১৭’ এর খসড়ার নীতিগত অনুমোদনে এ সিদ্ধান্ত হয়।

সোমবার (২৭ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত সভায় কৃষি মন্ত্রণালয় এ আইনের উদ্যোগ নেয়।  

এর আগে রাজশাহী অঞ্চলকে বরেন্দ্র অঞ্চল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

তবে কাজের পরিধি বৃদ্ধির কারণে রংপুরকেও বরেন্দ্র অঞ্চলের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ বিভাগ সচিব মোহাম্মদ শফিউল আলম।

তিনি জানান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সীমানা নতুন করে বাড়ানো হয়েছে। আগে শুধু রাজশাহী বিভাগে এর কার্যক্রম চললেও এখন রংপুর বিভাগের সব জেলাও এর আওতায় আসবে।

মন্ত্রিপরিষদ বিভাগ সচিব আরো জানান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ এতোদিন সরকারের আদেশে রেজ্যুলেশনের মাধ্যমে পরিচালিত হতো। তবে অন্যান্য কর্তৃপক্ষ আইনের মাধ্যমে চলছে বলে এর জন্যও আইন করা হচ্ছে।

তিনি জানান, বরেন্দ্র কর্তৃপক্ষ পরিচালনার জন্য দু’টি পর্ষদ করা হয়েছে। এর একটি উপদেষ্টা পর্ষদ, অপরটি পরিচালনা পর্ষদ। উপদেষ্টা পর্ষদের চেয়ারম্যান থাকবেন পদাধিকার বলে কৃষিমন্ত্রী। এর সদস্য থাকবেন রাজশাহী ও রংপুর বিভাগের সব আসনের সংসদ সদস্যরা।  

কৃষি মন্ত্রণালয়, বিদ্যুৎ-জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবরাও এর সদস্য থাকবেন। পাশাপাশি রাজশাহী ও রংপুর বিভাগের দুই বিভাগীয় কমিশনার, দুই বিভাগীয় পুলিশ কমিশনার, পুলিশের ডিআইজি, বরেন্দ্র কর্তৃপক্ষের চেয়ারম্যান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক এর সদস্য থাকবেন। উপদেষ্টা পরিষদ বছরে একবার সভা করবেন।  

এছাড়াও সরকার মনোনীত একজন সচিব এর সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। উপদেষ্টা পর্ষদ বছরে একবার সভা করে কর্তৃপক্ষকে প্রয়োজনীয় উপদেশ দিতে পারবেন।

অন্যদিকে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হবেন বরেন্দ্র কর্তৃপক্ষের চেয়ারম্যান। এতে মন্ত্রিপরিষদ বিভাগের একজন প্রতিনিধি, পুলিশের ডিআইজির একজন প্রতিনিধি, পুলিশ কমিশনারের একজন প্রতিনিধিসহ ১১ জন সদস্য থাকবেন।  

তারা প্রতি তিন মাসে একবার সভা করতে পারবেন।

বরেন্দ্রভূমি বঙ্গ অববাহিকার বৃহত্তম প্লাইসটোসিন ভূ-প্রাকৃতিক একক। বৃহত্তর দিনাজপুর, রংপুর, পাবনা, রাজশাহী ও বগুড়া জেলাজুড়ে প্রায় ৭,৭৭০ বর্গ কি.মি. বরেন্দ্রভূমি বিস্তৃত।

১২ ডিসেম্বরকে আইসিটি দিবস উদযাপনের সিদ্ধান্ত

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭/আপডেট: ১৫৫০ ঘণ্টা
এমএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।