ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

অ্যাগ্রিমেন্ট না পড়েই সমালোচনা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
অ্যাগ্রিমেন্ট না পড়েই সমালোচনা

ঢাকা: বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশের কূটনীতিকদের রোহিঙ্গা ইস্যুতে নিজ নিজ কর্মরত দেশের ওপর অব্যাহত চাপ রাখার নির্দেশনা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে কূটনীতিকদের নিয়ে ঢাকায় শুরু হওয়া দূত সম্মেলনের দ্বিতীয় দিন কূটনীতিকদের এ নির্দেশনা দেন তিনি। রোহিঙ্গা সংকট, প্রতিবেশী দেশের ও এর বাইরের দেশের সঙ্গে কূটনীতি বিষয়ে সম্মেলনে সরকারের অবস্থান তুলে ধরেছেন পররাষ্ট্রমন্ত্রী।

এদিন দুপুরে দুই ঘণ্টাব্যাপী ওয়ার্কিং লাঞ্চ বৈঠকে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের সঙ্গে স্বাক্ষরিত চুক্তিতে নিয়ে বিস্তারিত আলোচনা করে মন্ত্রী ‍কূটনীতিকদের কাছে চুক্তির সবিস্তার ব্যাখ্যা দেন।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এক প্রশ্নে জবাবে বাংলানিউজকে বলেন, অনেকে অ্যাগ্রিমেন্ট না পড়েই সমালোচনা করছেন। এ সময় সবাইকে অ্যাগ্রিমেন্ট পড়ে বোঝার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।

মিয়ানমারের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির বিষয়ে বিএনপির সমালোচনার জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বিষয়ে সব সময় বিরোধী দলের উচিত দেশের পক্ষে সমর্থন দেওয়া।
সম্মেলনের প্রথমদিন আলোচনা করছেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক।  ছবি: বাংলানিউজরাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সকাল ৯টায় সম্মেলন শুরু হয়। রোববার (২৬ নভেম্বর) তিন দিনব্যাপী এ কূটনৈতিক সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে প্রথমবার আয়োজিত এ কূটনৈতিক সম্মেলনে বিশ্বের ৫৮টি দেশে কর্মরত বাংলাদেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও স্থায়ী প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

সূচি অনুযায়ী, দ্বিতীয় দিনের শুরুতেই ব্লু- ইকোনমি ও কানেকটিভিটি বিষয়ে ওয়ার্কিং সেশনের আলোচনা হয়।  

এর পরের সেশন ‘শ্রমিক অভিবাসন: ইস্যু ও চ্যালঞ্জ’ বিষয়ে। আলোচক ছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নমিতা হালদার, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মোসিহ, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহম্মাদ ইমরান।

এর পরে সেশনেই বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী। বিকেলের শেষ সেশনে আঞ্চলিক ও বিশ্ব পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন জাতিসংঘে নিযুক্ত স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন, জেনেভায় জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি শামীম আহসান, বেলজিয়ামে বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইইউ প্রধান শাহদাদ হোসেন, নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মোহম্মাদ বেলাল, ভিয়েনায় জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি আবু জাফর।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
কেজেড/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।