ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

হিজলায় মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
হিজলায় মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু

ব‌রিশাল: বরিশালের হিজলা উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় সামিয়া (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  

সোমবার (২৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার গৌরবদী ইউনিয়নের পূরাতন একতা বাজার সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। সামিয়া ওই এলাকার সাইফুল ইসলামের মেয়ে।

হিজলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান বাংলানিউজকে জানান, রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল শিশুটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সামিয়ার মৃত্যু হয়।

বাংলা‌দেশ সময়: ১৬০২ ঘণ্টা, ন‌ভেম্বর ২৭, ২০১৭
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।