ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বাগাতিপাড়ায় আগুন লেগে বসতঘর পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
বাগাতিপাড়ায় আগুন লেগে বসতঘর পুড়ে ছাই

নাটোর: নাটোরের বাগাতিপাড়া উপজেলায় আগুন লেগে দুই বাড়ির চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার মাকুবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তরা হলেন, ওই গ্রামের দুই সহোদর আজগর আলী ও আশরাফ আলী।

দয়ারামপুর ফায়ার স্টেশনের সহকারী কর্মকর্তা আব্দুল আওয়াল বাংলানিউজকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে  আগুন নিয়ন্ত্রণে আনেন। রান্নাঘরের পাট কাঠির আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।