ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে গরুচোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
যশোরে গরুচোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

যশোর: যশোরের চৌগাছায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৪০) মৃত্যু হয়েছে। 

সোমবার (২৭ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে চৌগাছা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। মরদেহটি চুয়াডাঙ্গা জেলার ইন্তাজ আলী বলে স্থানীয় অনেকে শনাক্ত করলেও পুলিশ নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন বাংলানিউজকে বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করে পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার ভোরে যশোর সদর উপজেলার জগহাটি গ্রামের লায়েব আলির বাড়ি থেকে গরু চুরি করে পালানোর সময় গ্রামবাসী ধাওয়া দিয়ে চোর সন্দেহে গণপিটুনি দিলে তার মৃত্যু হয়। পরে অভিযুক্তরা মরদেহটি পাশ্ববর্তী চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের তেঁতুলতলা মাঠে ফেলে রেখে যায়।  

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
ইউজি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।