ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে রোহিঙ্গা সন্দেহে আটক ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
বরিশালে রোহিঙ্গা সন্দেহে আটক ২

বরিশাল: বরিশাল নগরের নতুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে রোহিঙ্গা সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে।

সোমবার (২৭ নভেম্বর) বেলা আড়াইটার দিকে স্থানীয়রা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন।

আটককৃতরা হলেন- হামিদ (২৫) ও ইয়াসিন (৩০)।

তারা মিয়ানমারের বুচিডং এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এ আর মুকুল জানান, দুপুরে সন্দেহজনকভাবে আটক দু’জনকে ঘোরাফেরা করতে দেখে নতুল্লাবাদ বাসস্ট্যান্ডের লোকজন তাদের ধরে পুলিশের হাতে তুলে দেয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটককৃতরা কক্সবাজার থেকে মাছ ধরতে সাগরে যান। সেখানে গিয়ে ডাকাতের কবলে পড়েন। পরবর্তীতে তারা আশ্রয়ের জন্য কুয়াকাটায় আসেন। সেখান থেকে কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিলেন। পথে নতুল্লাবাদ বাসস্ট্যান্ডে অবস্থানের সময় তারা স্থানীয়দের চোখে পড়েন।

ওসি আরো বলেন, কক্সবাজারে যোগাযোগ করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আটককৃতদের সেখানে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হবে।

বাংলা‌দেশ সময়: ১৭৩২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
এমএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।