ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে ৪ হোটেলকে ২ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
নোয়াখালীতে ৪ হোটেলকে ২ লাখ টাকা জরিমানা

নোয়াখালী: নোয়াখালী জেলা শহরের মাইজদীতে নির্ধারিত লোড থেকে বেশি হারে গ্যাস ব্যবহার ও নিবন্ধন না থাকায় চার হোটেল মালিককে দুই লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৭ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ফাতিমা এ অর্থদণ্ড দেন।

এসময় তাকে সহযোগিতা করেন, জনাব বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নোয়াখালীর ব্যাবস্থাপক মো. সাহাব উদ্দিন ও সুধারাম মডেল থানা পুলিশ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে মাইজদীতে নির্ধারিত লোড থেকে বেশি হারে গ্যাস ব্যবহার করার দায়ে পার্ক ক্যাফেটেরিয়াকে ৫০ হাজার, হোটেল সিয়ামকে ৫০ হাজার, হোটেল মায়াকে ৫ হাজার ও হোটেল আলিফকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া হোটেল আলিফ-এর নিবন্ধন না থাকায় আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ফাতিমা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।