ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

দাউদকান্দিতে ৭৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
দাউদকান্দিতে ৭৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দিতে ৭৫ কেজি গাঁজাসহ শাহ আলম (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে দাউদকান্দি থানা পুলিশ।

সোমবার (২৭ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজায় ঢাকাগামী প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে গাঁজাসহ তাকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমানের নেতৃত্বে উপ-পরিদর্শক আনোয়ার হোসেন ফোর্স নিয়ে মেঘনা-গোমতি সেতুর টোলপ্লাজা এলাকায় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে মাদক ব্যবসায়ি শাহ আলমকে ৭৫ কেজি গাঁজাসহ আটক করে।

দাউদকান্দি মডেল থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।