ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে জাহাজের পাত পড়ে যুবকের মৃত্যু

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
রূপগঞ্জে জাহাজের পাত পড়ে যুবকের মৃত্যু

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডকইয়ার্ড কারখানায় জাহাজের পাত পড়ে তহিরুল মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ডাক্তারখালী এলাকার একটি ডকইয়ার্ডে এ ঘটনা ঘটে।

সূত্রে জানা গেছে, বিকেলে ডকইয়ার্ড তৈরির কারখানায় একটি জাহাজে রঙের কাজ করছিলেন তহিরুল।

এসময় পাশ্ববর্তী কালাম মিয়ার মালিকানাধীন একটি জাহাজের পাত তহিরুলের ওপড় পড়ে যায়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকার আলী আজগর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রূপগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) নূরে আলম সিদ্দীকি বাংলানিউজকে বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।