ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
কিশোরগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা কিশোরগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ-ব্র্যান্ডিং, সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা তথ্য অফিসে এ সভার আয়োজন করে জেলা তথ্য অফিস।

সভায় সাংবাদিকদের সামনে সরকারের ‘টেকসই উন্নয়ন অভীষ্ট ১৭ দফা’ তুলে ধরেন জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. শামছুল হক।

পরে এসব উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা কিভাবে সহযোগিতা করবেন এবং এসব বিষয়ে মতামত জানানোর আহ্বান করা হয়।

এসময় সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন- কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক সুবীর বসাক, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, সাংবাদিক আলম সারোয়ার টিটু, শফিক আদনান, মো. আশরাফুল ইসলাম প্রমুখ।

বক্তারা সরকারের এসব উন্নয়ন কর্মকাণ্ডের প্রচার ও প্রসারে সহযোগিতা করার আশ্বাস দেন। এছাড়া বেশকিছু সুনির্দিষ্ট মতামত ব্যক্ত করেন।  

মতবিনিময় সভায় জেলার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।