ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে অপহৃত ব্যক্তি উদ্ধার, আটক ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
যশোরে অপহৃত ব্যক্তি উদ্ধার, আটক ৫

যশোর: যশোরে মুক্তিপণের দাবিতে অপহৃত হওয়া শাহজাহান মহাজন (৩৫) নামে এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণের ঘটনায় জড়িত পাঁচ জনকে আটক করা হয়।

সোমবার (২৭ নভেম্বর) রাত ১১টার দিকে শহরের চাঁচড়া চেকপোস্ট এলাকার একটি বাসাবাড়িতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া অপহৃত শাহজাহান সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার গানধুলিয়া গ্রামের মৃত আমিন মহাজনের ছেলে।

 

আটকরা হলেন, যশোর সদর উপজেলার মণ্ডলগাতি এলাকার আজগর আলীর ছেলে রবিউল ইসলাম (২৩), চাঁচড়া চেকপোস্ট এলাকার আলাউদ্দিনের ছেলে আনিসুর রহমান (২২), চাঁচড়া মধ্যপাড়ার আব্দুল জলিলের ছেলে মিলন হোসেন (২৩), চাঁচড়া মাঠপাড়ার মৃত মোজাম্মেল হকের ছেলে হাফিজুর রহমান (২৭) ও সাতক্ষীরার কলারোয়া উপজেলার মাধবপুর গ্রামের গৌতম বসুর স্ত্রী গৌরী বসু (২৮)।

যশোর চাঁচড়া পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) সৈয়দ বায়েজীদ বাংলানিউজকে বলেন, সোমবার (২৭ নভেম্বর) সকালে শাহজাহান আত্মীয় বাড়িতে যাওয়ার উদ্দেশে কালীগঞ্জ থেকে বাসে রওয়ান হন। তিনি যশোর চাঁচড়া চেকপোস্ট মোড়ে পৌঁছালে এক নারীর সঙ্গে তার পরিচয় হয়। ওই নারীর কথামতো তিনি পাশ্ববর্তী পুলেরহাট বাজারে যান। এসময় আসামিরা তাকে অপহরণ করে ওই বাড়িতে আটকে রাখে। পরে শাহজাহানের কাছ থেকে তার ভাইয়ের মোবাইল নম্বর নিয়ে তাকে ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না পেয়ে একপর্যায়ে এক লাখ এবং সর্বশেষ ৫০ হাজার টাকা দাবি করা হয়।

শাহজাহানের ভাই বিষয়টি পুলিশকে জানালে রাতে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৩৩৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
ইউজি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।