ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও, গোলাগুলি চলছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও, গোলাগুলি চলছে

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীর শেষ সীমান্তে চাঁপাইনবাবগঞ্জ জেলার চর আলাতুলিত গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) সদস্যরা।

মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোর থেকে বাড়িটি ঘিরে রাখা হয় বলে বাংলানিউজকে জানিয়েছেন রাজশাহী র‌্যাব-৫-এর অধিনায়ক লে. কর্নেল মাহাবুব আলম।

মাহাবুব আলম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চর আলাতলি গ্রামের একটি বাড়ি ঘেরাও করে জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়।

এসময় জঙ্গিরা বাড়ির ভেতর থেকে র‌্যাবকে লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ ও গুলি করে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। বর্তমানে র‌্যাব সদস্যরা ওই বাড়িটি ঘিরে রেখেছে। তবে ওই বাড়ির মালিকের নাম বা সেখানে কতজন জঙ্গি আছে তা জানা যায়নি।

বাংলাদেশ সময়: ০৫০৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭ আপডেট: ০৫৫৭

এমএমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।