ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আশু‌লিয়ায় প্রতারক আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
আশু‌লিয়ায় প্রতারক আটক

আশু‌লিয়া, সাভার: আশুলিয়ার নবীনগরে চাকরি দেয়ার কথা বলে টাকা নেয়ার অভিযোগে খোকন নামে এক প্রতারককে আটক ক‌রে‌ছে পু‌লিশ।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকা‌লে নবীনগর এলাকা থে‌কে তা‌কে আটক করা হয়। আটক খোকন পাবনা জেলার আ‌মিনপুর গ্রা‌মের তাইজুল মোল্লার ছে‌লে।

মামলার তদন্তকারী কর্মকর্তা আশু‌লিয়া থানার উপ প‌রিদর্শক (এসআই) অ‌হিদ মিয়া বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে বাংলানিউজকে জানান, সেনাবা‌হিনীর অ‌ফিস সহায়ক হি‌সে‌বে চাকরি দেওয়ার কথা ব‌লে রাজন না‌মের এক ব্য‌ক্তির থেকে টাকা দাবি ক‌রে ওই প্রতারক। প‌রে তার কথা মত রাজন ২০ হাজার টাকা খোকন‌কে দেয়। ‌কিন্তু প্রতারণার শিকার রাজন সাভার সেনা‌নিবাসে এ‌সে জান‌তে পা‌রেন এ ধর‌নের কোনো নি‌য়োগ দেওয়া হ‌চ্ছে না। প‌রে তিনি সাভার সেনানিবাসে অ‌ভি‌যোগ কর‌লে গো‌য়েন্দা সংস্থার সদস্যরা খোকনকে আটক ক‌রে থানায় খবর দেয়। প‌রে পু‌লিশ ওই প্রতারককে আটক ক‌রে আদাল‌তে পাঠায়।

তি‌নি আরও জানান, খোকন সেনাবা‌হিনী ও পু‌লিশসহ সরকা‌রি চাকরি দেয়ার কথা ব‌লে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা হা‌তি‌য়ে নেয়।

এ ঘটনায় আশু‌লিয়া থানায় রাজন বাদী হ‌য়ে একটি মামলা দা‌য়ের করে‌ছেন।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, ২৮ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।