ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শিবগঞ্জে ১১ পিস্তল ও গুলি উদ্ধার, আটক ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
শিবগঞ্জে ১১ পিস্তল ও গুলি উদ্ধার, আটক ১ র‌্যাবের হাতে আটক আশরাফুল।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আলাদা অভিযান চালিয়ে ১১টি পিস্তল, ২৮ রাউন্ড গুলি ও ৬টি ম্যাগজিন উদ্ধার করেছে বিজিবি ও র‌্যাব। এসময় আশরাফুল আলম আশিক (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

আশরাফুল উপজেলার পন্ডিতপাড়ার মৃত জয়নাল আবেদীনের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে বিজিবির একটি দল মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোর ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী নামোচকপাড়া গ্রামের আব্দুল মান্নানের বাড়িতে অভিযানে যায়।

টের আব্দুল মান্নান ও তার ছেলে সাদিকুল এসময় পালিয়ে যান। পরে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ৯টি পিস্তল, ১৫ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন জব্দ করা হয়।  

অপরদিকে, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদ জানান,  সোমবার রাত   সাড়ে ৯টার দিকে তার নেতৃত্বে র‌্যাবের একটি দল শিবগঞ্জের রানীনগর গোপালপুরঘাট ব্রিজের পাশে অভিযান চালায়। এসময় ২টি পিস্তল, ১৩ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগজিনসহ আশরাফুল নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।